তারা বাইরে আছে।
আমরা পর্যবেক্ষণ কেন্দ্রের কক্ষে বৈদ্যুতিক সংযোগ হারাচ্ছি!
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
অনুবাদে ও সম্পাদনায়
আমার তৈরিকৃত এটি অষ্টম একক বাংলা সাবটাইটেল। সাবটাইটেলটি তৈরি করতে স্বল্প সহযোগীতা করেছেন তারেক মাহমুদ ভাই। সেজন্যে প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ❤
আপকামিং সাবটাইটেল সম্পর্কিত সকল নিত্যনতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে:
- ওটা শুনতে পেলে?
দেখেছো, এটার কথাই বলেছিলাম, আমার বুকটা এখন ধরফড় করছে...
ঝুঁকে পড়। ঝুঁকে পড়।
কিউবোন!
একটা কিউবোন?
আমরা আবার তোর জন্যে পোকেমন ধরতে যাচ্ছি না তো, তাইনা?
- কি?
- আমি দুঃখি....তুই কি আসলেই এটা বলছিস?
তোর সাহস কত বড়! ঠিক আছে...অবশ্যই না! আরে চল তো!
ঠিক আছে...হয়তো করেছি।
গতকাল রাতে পূর্ণিমা ছিলো, আর আমার মাও ইতোমধ্যেই এটাকে খুঁজে পেয়ে গেছিলো,
উনি আর কুলাতে পারছিলেন না.. দুঃস্বপ্ন দেখেছিলেন তো উনি...
আমাকে এক গ্লাস গরম দুধ এনে দেন।
ভাই, আমি ভাবলাম তুই পুরানো দিনের কথাগুলো মনে করে, সে মধুর স্মৃতিগুলো অনুভব করতে চাস...
-... যেমনটা আমরা ছোটোবেলায় করতাম।
এটা তোর জন্যেই একদম নিখুঁত একটা পোকেমন।
জ্যাক, আমি পোকেমন খুঁজছি না। আমি তো তোকে আগেই বলেছি।
আমি এটা অনেক চিন্তাভাবনাই করেই করেছি , ঠিক আছে?
পানীয় ধরনের টা তোর জন্যে ঠিক না। এমনকি আগুনেরটাও না।
- কিন্তু কিউবোন হলো...
একদম তাই!
ঠিক আছে, ধন্যবাদ, জ্যাক। ধন্যবাদ এটার জন্যে।
আমাকে বোকা বানাতে আরো কোনো আবেগি বানোয়াট কথাবার্তা বলার আছে নাকি?
হয়তো পরে বলবো, কিন্তু এখন সত্যটা আমার হাতেই আছে।
- আমাকে শুধু বলটা দাও।
ঠিক আছে, মনে রাখিস পোকেমন ধরতে কিন্তু দক্ষতা লাগে না...
-... তো তুই এটা করতে পারবি।
ঠিক আছে, তবে ওটার ও তোকে পছন্দ করতে হবে, তো....
...তাঁর সঙ্গে বন্ধুত্ব কর, ঠিক আছে?
এই, কিউবোন। কি খবর বন্ধু?
তুমি তো জানোই, সবাই ই তো আর...
..নিজের মৃত বংশধরদের মাথার খুলি পড়ে ঘুরে বেড়ায় না,
কিন্তু তুমি তো জানোই যে, তুমি সেটা করো৷
ঠিক আছে। তাঁর এটা পছন্দ হয়নি।
তাঁর এটা মোটেও পছন্দ হয়নি।
- জ্যাক।
- বলটা ছুঁড়ে মার।
আমি এটা করতে পেরেছি!
এইতো পেয়েছি।
বাতিটা সুবজ না।
ওটা এখনো সবুজ হয়নি, এটা তো খারাপ লক্ষণ জ্যাক, তাইনা?
দৌড়া!
- সে আমাকে বেছে নেয়নি!
- সে আমাকে বেছে নেয়নি, জ্যাক!
আমাকে তাঁর পছন্দ হয়নি।
কিউবোন!
ওটা একটা বদমেজাজি কিউবোন ছিলো। ওটা আমাকে মায়ের কথা মনে করিয়ে দিলো।
তো উম, আমি জানি না এটা শুনতে অস্বাভাবিক লাগবে কিনা, বা যাই হোক।
স
সা
সাফ
সাফি
সাফিন
সাফিন চ
সাফিন চৌ
সাফিন চৌধ
সাফিন চৌধু
সাফিন চৌধুরী
সাফিন চৌধুরী
https://www.facebook.com/shafinisepic
[আমার তৈরিকৃত অন্যান্য অনুবাদসমূহ পাবেন এখানে:
https://subscene.com/u/1192978]
https://www.facebook.com/subhunters/
- কাছেই কিছু একটা আছে।
- আমাকে বল যে তুই এসব আগে থেকেই পরিকল্পনা করিসনি, জ্যাক?
- জ্যাক, বল তুই এসব আগে থেকেই জেনেশুনে করিস নি?
- আমি তো চাই! কিন্তু ওটার দিকে তাকা একবার।
- নিঃসঙ্গ (একা)।
- হ্যাঁ, হ্যাঁ!
- সাহস জুটানোর জন্যে একটা ভালো কথা!
- ওটা ছুঁড়ে মার।
- বীরপুরুষের মতো।
- দৌড়া।
- আমি তো সেটা দেখতেই পাচ্ছি।